"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Trade Allowance in Bengali

Trade Allowance কাকে বলে?

Definition (1):

একজন প্রস্তুতকারক নির্দিষ্ট কিছু কাজ করার জন্য বা একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে ক্রয় করার জন্য যে ছাড় প্রদান করে তাকে Trade Allowance বা বাণিজ্য ভাতা বলা হয়।

Definition (2):

উৎপাদনকারী বা বাজারজাতকারকরা বন্টন প্রণালীর সদস্যদের (পরিবেশক, পাইকার, খুচরা বিক্রেতাদের) সাধারণতঃ একটি স্বল্পমেয়াদী প্রচারমূলক প্রেরণা হিসেবে যে ছাড় প্রদান করে তাকে বাণিজ্য ভাতা বলে।

Definition in English:

“A discount a manufacturer gives for performing certain functions or making purchases during a specified time period.”

Use of the term in Sentences:

  • This retail store has got a trade allowance from that company.
  • The company has given a trade allowance to all its distributors.
Share it: