"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Supercomputer in Bengali

Supercomputer কাকে বলে?

Definition (1):

একাধিক মেইনফ্রেম কম্পিউটারকে সংযুক্ত করে যে কম্পিউটার তৈরী করা হয় তাকে Supercomputer বলা হয়।

Definition (2):

সুপারকম্পিউটার হলো একটি কম্পিউটার যার বিশাল গণনা শক্তি অর্জনের নির্মাণকৌশল, সম্পদসমূহ, এবং উপাদানসমূহ আছে।

Definition (3):

সুপারকম্পিউটার পরিভাষাটি সাধারণতঃ যেকোন প্রদত্ত সময়ে প্রাপ্ত দ্রুততম, উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যবস্থাসমূহের ওপর প্রযোজ্য। এই ধরনের কম্পিউটারগুলো প্রাথমিকভাবে বৈজ্ঞানিক এবং প্রকৌশলী কাজে প্রয়োজনীয় অত্যন্ত উচ্চ-গতিসম্পন্ন গণনাসমূহের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

Definition in English:

“A computer formed by connecting multiple mainframes.”

Use of the term in Sentences:

  • Supercomputers are a kind of the most powerful computers.
  • Supercomputers are formed by linking multiple mainframes and are used for complex engineering and scientific works. 
Share it: