"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Strategic Management in Bengali

Strategic Management কাকে বলে?

Definition (1):

Strategic Management বা কৌশলগত ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ পূরণের জন্য প্রয়োজনীয় সমস্ত চলমান পরিকল্পনা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং মূল্যায়ন। ব্যবসার পরিবেশের পরিবর্তনগুলোর জন্য প্রতিষ্ঠানগুলোর তাদের সাফল্যের কৌশলগুলোর ক্রমাগত মূল্যায়ন করা প্রয়োজন।

Definition (2):

কোনও প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ অর্জনের জন্য প্রতিষ্ঠানটির সম্পদসমূহের ব্যবস্থাপনা বা সদ্ব্যবহারকে কৌশলগত ব্যবস্থাপনা বলা হয়।

Definition in English:

”Strategic management is the ongoing planning, monitoring, analysis and assessment of all that is necessary for an organization to meet its goals and objectives.”

Use of the term in Sentences:

  • Strategic management helps a business to become successful.
  • The professor is delivering a lecture on strategic management.
Share it: