"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Specialty Store in Bengali

Specialty Store কাকে বলে?

Definition (1):

একটি খুচরা বিক্রেতা যা শুধু নির্দিষ্ট পণ্যসমূহের সারি বহন করে তাকে Specialty Store বা বিশিষ্টতা দোকান বলা হয়।

Definition (2):

বিশিষ্টতা দোকানসমূহ হলো খুচরা ব্যবসাসমূহ যা নির্দিষ্ট শ্রেণীসমূহের পণ্যের ওপর আলোকপাত করে।

Definition (3):

একটি ছোট খুচরা বিক্রয়কেন্দ্র যা একটি নির্দিষ্ট আওতার পণ্য এবং এর সাথে সম্পর্কিত উপকরণসমূহ বিক্রয় করে তাকে বিশিষ্টতা দোকান বলে। যেমন: অফিসের সরবরাহসমূহ, পুরুষ বা মহিলাদের পোশাক, কার্পেট বা গালিচা প্রভৃতি।

Definition in English:

“A retailer that carries only particular lines of products.”

Use of the term in Sentences:

  • I went to a specialty store and bought this dress.
  • Harris is thinking of opening a specialty store.

 

Share it: