"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Services from Human Resource and Business Perspective in Bengali

Definition (1):

একটি প্রতিষ্ঠান থেকে এর কর্মচারীদের ব্যবহারের জন্য পরোক্ষ ক্ষতিপূরণ হিসেবে যে অনুষ্ঠানগুলো প্রদান করা হয় তাদেরকে Services বা সেবাসমূহ বলা হয়। যেমন: পার্ক, জিমনেসিয়াম, বাসস্থান, যাতায়াত সুবিধা, শিশু সেবা, কোম্পানী ক্যান্টিন প্রভৃতি।

Definition (2):

অস্পর্শনীয় পণ্যসমূহ যেমন: ব্যাংকিং, হিসাবরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, পরামর্শ প্রদান করা, শিক্ষা, চিকিৎসা, পরিবহন, বীমা, নৈপূণ্য, প্রভৃতিকে সেবাসমূহ বলে ।

Definition in English:

“Forms of indirect compensation that are programs supplied by employers for employees’ use.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • The employees of this company are satisfied with the different services of the company.
  • The company is providing different services for its employees such as transportation, lunch, snacks, coffee, gym etc.

 

 

Share it: