"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Selling Expenses in Bengali

Selling Expenses কাকে বলে?

Definition (1):

একটি প্রতিষ্ঠানের পণ্য এবং সেবাসমূহ বাজারজাতকরণ এবং বন্টনে যে খরচসমূহ হয় সেগুলোকে Selling Expenses বা বিক্রয় ব্যয়সমূহ বলা হয়।

Definition (2):

একটি পণ্য বা সেবা বন্টন, বাজারজাতকরণ এবং বিক্রয়ের সাথে সম্পর্কিত খরচসমূহকে বিক্রয় ব্যয়সমূহ বলে। গ্রাহকদের কাছে পণ্যসমূহ প্রদান করার জন্য বিজ্ঞাপণ প্রচারণা থেকে শুরু করে বিপণীকেন্দ্রের প্রদর্শনী পর্যন্ত যেকোনো খরচসমূহ এর আওতায় পড়ে।

Definition (3):

একটি বিক্রয় ব্যয় হলো পণ্যসমূহ গ্রাহকদের কাছে প্রচার এবং বাজারজাতকরণে অর্জিত একটি খরচ।

Definition in English:

“Costs incurred in marketing and distributing a firm’s goods and services.”

Use of the term in Sentences:

  • Have you calculated the selling expenses of this business?
  • The business has incurred huge selling expenses
Share it: