"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Scalar Chain in Bengali

Scalar Chain কাকে বলে?

Definition (1):

যোগাযোগ যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং স্কেলার চেইনের নীতি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা থেকে নিম্নতম পদবী পর্যন্ত যোগাযোগের প্রবাহের চারপাশে ঘোরাফেরা করে। স্কেলার চেইন হলো উচ্চতম ব্যবস্থাপনা থেকে নিম্নতম পদবীতে কর্মরত ব্যক্তিটি পর্যন্ত সব কর্মকর্তাদের একটি শৃঙ্খল।

Definition (2):

(Henri Fayol) হেনরি ফায়োলের ব্যবস্থাপনার ১৪টি নীতির মধ্যে একটি হলো স্কেলার চেইন। একটি প্রতিষ্ঠানের উচ্চতম থেকে নিম্নতম পদবী পর্যন্ত ব্যবস্থাপকদের চেইনকে স্কেলার চেইন বলে।

Definition in English:

“Communication is a crucial aspect of any organization and the principle of scalar chain revolves around the flow of communication from management to the lowest rank in the company.”

Use of the term in Sentences:

  • The scalar chain is one of the principles of Henri Fayol’s fourteen principles of management.
  • An organization should maintain the scalar chain to have a proper flow of communication within it.
Share it: