"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Sales Contest in Bengali

Sales Contest কাকে বলে?

Definition (1):

বিক্রয় প্রতিনিধি, পরিবেশক, বা খুচরা বিক্রেতাদের বিক্রয় প্রয়াসকে উৎসাহিত করার জন্য পরিকল্পিত প্রতিদ্বন্দ্বিতাকে Sales Contest বা বিক্রয় প্রতিযোগিতা বলা হয়।

Definition (2):

বিক্রয় প্রতিযোগিতা হলো একটি প্রেরণামূলক অনুষ্ঠান যেখানে বিক্রয় প্রতিনিধিদের তাদের বিক্রয় বা ফলাফলের ওপর ভিত্তি করে পুরস্কারসমূহ প্রদান করা হয়।

Definition (3):

একটি স্বল্পমেয়াদী প্রতিদানমূলক অনুষ্ঠান যা বিক্রয় প্রতিনিধিরা যাতে একটি নির্দিষ্ট বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে সেজন্য প্রেরণা দেয়ার উদ্দেশ্যে পরিকল্পিত হয় তাকে বিক্রয় প্রতিযোগিতা বলে।

Definition in English:

“A competition designed to stimulate sales efforts by salespeople, distributors, or retailers.”

Use of the term in Sentences:

  • This retailer has won the first prize in the sales contest.
  • The company arranged a sales contest for its sales personnel.
Share it: