"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Recruitment in Bengali

Definition (1):

একটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ যোগ্যতাসম্পন্ন জনবল দ্বারা পূর্ণ করার জন্য যে পদক্ষেপসমূহ নেয়া হয় তাকে Recruitment বা নিয়োগ বলা হয়।

Definition (2):

একটি প্রতিষ্ঠানের এক বা একাধিক শূণ্য পদের জন্য সময় মতো এবং কার্যকরী খরচে প্রতিষ্ঠানের ভেতর থেকে বা বাহির থেকে শ্রেষ্ঠ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের খোঁজার এবং নির্বাচন করার প্রক্রিয়াকে নিয়োগ বলে।

Definition (3):

নিয়োগ হলো একটি প্রতিষ্ঠানের একটি শূণ্য পদের জন্য সময় মতো এবং কার্যকরী খরচে শ্রেষ্ঠ এবং সবচেয়ে যোগ্য প্রার্থী খুঁজে বের করার এবং নির্বাচিত করার প্রক্রিয়া।

Definition in English:

“Steps taken to staff an organization with the best-qualified people.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Jim is the most suitable candidate for recruitment in this position.
  • All the candidates are passing through a lengthy recruitment procedure.
Share it: