"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Public Relations in Bengali

Public Relations কাকে বলে?

Definition (1):

এক গুচ্ছ যোগাযোগ কার্যাবলী যা জনগণের কাছে একটি প্রতিষ্ঠানের একটি অনুকূল ভাবমূর্তি সৃষ্টি করা ও বজায় রাখার জন্য পরিকল্পিত তাকে Public Relations বা গণসংযোগ বলা হয়।

Definition (2):

গণসংযোগ হলো একটি কৌশলগত যোগাযোগ প্রক্রিয়া যা কোম্পানিসমূহ, মানুষ এবং প্রতিষ্ঠানসমূহ জনগণের সাথে পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলার জন্য ব্যবহার করে।

Definition (3):

কার্যকর যোগাযোগের ব্যাপারে সবকিছুই হলো গণসংযোগ। এটা একটি প্রতিষ্ঠান এবং এর নির্ধারিত গ্রাহকদের মধ্যে যোগাযোগ, বোঝাপড়া, গ্রহণযোগ্যতা এবং সহযোগিতা গড়ে তোলা এবং বজায় রাখতে সাহায্য করে।

Definition in English:

“A set of communications activities designed to create and maintain a favorable public image for a firm.”

Use of the term in Sentences:

  • I worked in public relations for a while and enjoyed it.
  • I think you should recruit someone who is an expert in public relations.
Share it: