"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Promotion in Bengali

Promotion কাকে বলে?

Definition (1):

সম্ভাব্য ক্রেতাদের প্রভাবিত করার জন্য একটি প্রতিষ্ঠান বা পণ্যের সম্বন্ধে অনুকূল ও বোধগম্য তথ্যের যোগাযোগকে Promotion বা প্রচারণা বলা হয়।

Definition (2):

প্রচারণা সেসব কার্যাবলীকে নির্দেশ করে যা পণ্য, ব্র্যান্ড বা সেবাটিকে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়।

Definition (3):

প্রচারণা বা ব্যবসা প্রচারণা হলো জনসাধারণের সাথে যোগাযোগের একটি প্রয়াস যা তাদেরকে আপনার পণ্যগুলো এবং/বা সেবাগুলো ক্রয় করতে প্রভাবিত করে।

Definition in English:

“The communication of favorable, persuasive information about a firm or product in order to influence potential buyers.”

Use of the term in Sentences:

  • The company is spending a lot of money on the promotion of its new product.
  • The producers of the movie spent so much money on its promotion, but the movie is a flop.

 

Share it: