"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Progressive Tax in Bengali

Definition (1):

করারোপণের একটি রূপ যেখানে আয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে আয়ের শতাংশ হিসেবে পরিশোধিত করের পরিমাণও বৃদ্ধি পায় তাকে বৃদ্ধিশীল কর বা Progressive Tax বলা হয়।

Definition (2):

বৃদ্ধিশীল কর হলো একটি কর যা করদাতার সামর্থ্যের ওপর ভিত্তি করে যে নিম্ন-আয় উপার্জনকারী তার ওপর যে উচ্চ-আয় উপার্জনকারী তার তুলনায় কম হারে কর আরোপ করে। অর্থাৎ এই কর ব্যবস্থা একজন উচ্চ-আয় উপার্জনকারীর কাছ থেকে একজন নিম্ন-আয় উপার্জনকারীর তুলনায় একটি বড় শতাংশ আদায় করে।

Definition in English:

“Form of taxation in which the percentage of income paid in taxes increases as income increases.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Hasan earns a high income, so according to progressive tax, he has to pay a high percentage of his income as tax.
  • Some businessmen are annoyed with the progressive tax.

 

Share it: