"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Profit Margin in Bengali

Profit Margin কাকে বলে?

Definition (1):

Profit margin বা লাভের সূচক হলো একটি ব্যবসায়িক কার্যক্রমের লাভজনকতা পরিমাপের জন্য সাধারণভাবে ব্যবহৃত অন্যতম একটি লাভজনকতা অনুপাত। এটি বিক্রয়ের শতকরা কতো ভাগ লাভে পরিণত হয়েছে তা উপস্থাপন করে ।

Definition (2):

লাভের সূচক সাধারণতঃ রাজস্বের সেই শতকরা ভাগকে বোঝায় যা সব খরচ, অবচয়, সুদ, কর এবং অন্যান্য খরচসমূহ বাদ দেয়ার পর থাকে। এর সুত্রটি হলো: (মোট বিক্রয়-মোট খরচ)/ মোট বিক্রয়= লাভের সূচক

Definition in English:

” It represents how much percentage of sales has turned into profits.”

Use of the term in Sentences:

  • The company is trying to maintain its profit margin.
  • This company has a remarkable profit margin.
Share it: