"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Productivity in Bengali

Definition (1):

যে হারে পণ্য এবং সেবাসমূহ তৈরী করা হয় তাকে Productivity বা উৎপাদনশীলতা বলা হয়।

Definition (2):

একজন ব্যক্তি, যন্ত্র, কারখানা, ব্যবস্থা প্রভৃতির, যোগান বা উপকরণসমূহকে প্রয়োজনীয় উৎপাদনে পরিণত করার দক্ষতার একটি পরিমাপকে উৎপাদনশীলতা বলে।

Definition (3):

উৎপাদনশীলতা হলো সেই হার যে হারে একটি কোম্পানি বা দেশ পণ্যসমূহ তৈরী করে, সাধারণতঃ এটা কি সংখ্যক মানুষ বা কি পরিমাণ উপকরণ পণ্য উৎপাদনে নিয়োজিত আছে তা দ্বারা বিবেচিত হয়।

Definition in English:

“The rate at which goods and services are created.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • The company is taking different measures to improve the productivity of its employees.
  • Please suggest us some idea on how productivity of this project can be increased.
Share it: