"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Production in Bengali

Production কাকে বলে?

Definition (1):

যে সম্পূর্ণ প্রক্রিয়ায় একটি কোম্পানি তৈরী পণ্য বা সেবা প্রস্তুত করে তাকে Production বা উৎপাদন বলা হয়।

Definition (2):

যে প্রক্রিয়াগুলো এবং উপায়গুলো ব্যবহার করে স্পর্শনীয় উপাদানসমূহ (কাঁচামাল, অর্ধেক-তৈরী পণ্য, উপাংশ) এবং অস্পর্শনীয় উপাদানসমূহকে (ধারণা, তথ্য, জ্ঞান) পণ্য বা সেবায় রূপান্তরিত করা হয় তাকে উৎপাদন বলা হয়।

Definition (3):

উৎপাদন হলো একটি কোম্পানির উৎপাদিত বা উৎপন্ন পণ্যসমূহের পরিমাণ।

Definition in English:

“The total process by which a company produces finished goods or services.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Jim is in charge of production department of the company.
  • This company is bearing a huge production cost for this product.

 

Share it: