"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Price in Bengali

Price কাকে বলে?

Definition (1):

যে মান ক্রেতারা একটি দ্রব্যের বিনিময়ে বাজারজাতকরণ লেনদেনটিতে দিয়ে থাকে তাকে Price বা মূল্য বলা হয়।

Definition (2):

যে মান একটি দ্রব্য বা সেবার একটি সসীম পরিমাণ, ওজন বা অন্য পরিমাপ ক্রয় করে তাকে মূল্য বলে।

Definition (3):

মূল্য হলো একটি দ্রব্য, সেবা বা সম্পদের আর্থিক মান যা একটি লেনদেন চলাকালীন প্রতিষ্ঠিত হয়।

Definition in English:

“The value that buyers exchange for a product in the marketing transaction.”

Use of the term in Sentences:

  • The leading company has set a high price for its new product.
  • The new company is setting a lower price for its product than the competitors in the market.

 

Share it: