"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Price Competition in Bengali

Price Competition কাকে বলে?

Definition (1):

মূল্যকে ব্যবহার করে একটি পণ্যকে বাজারের স্থানে একইরকমের অন্য পণ্য থেকে পৃথক করার নীতিকে Price Competition বা মূল্য প্রতিযোগিতা বলা হয়।

Definition (2):

একটি পণ্য বা সেবা বাজারের স্থানে অনেক উপায়ে প্রতিযোগিতা করতে পারে, সেগুলোর মধ্যে অন্যতম হলো মূল্য প্রতিযোগিতামূল্য প্রতিযোগিতায়, বাস্তবিকভাবে দুটি একই রকমের পণ্যকে তাদের সম্ভাব্য গ্রাহকেরা পণ্যগুলোর নিজ নিজ মূল্যের ভিত্তিতে ক্রয় করার জন্য বিবেচনা করে, বেশীর ভাগ ক্ষেত্রে কম মূল্যের পণ্যটিই ক্রয় করা হয়।

Definition in English:

“Policy of using price to differentiate a product in the marketplace.”

Use of the term in Sentences:

  • The two rival companies are engaged in severe price competition.
  • I think instead of engaging in price competition you should concentrate on quality. 
Share it: