"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Preposition in Bengali

Preposition কাকে বলে?

Definition (1):

একটি Preposition বা পদান্বয়ী অব্যয় হলো একটি শব্দ যা একটি বাক্যের মধ্যে বিশেষ্যসমূহ, সর্বনামসমূহ, বা শব্দাংশসমূহের সাথে অন্য শব্দসমূহ যুক্ত করতে ব্যবহৃত হয়।

Definition (2):

ব্যাকরণে, একটি শব্দ যা একটি বিশেষ্য, একটি বিশেষ্য শব্দাংশ, বা একটি সর্বনামের পূর্বে ব্যবহৃত হয়ে একে অন্য শব্দের সাথে সংযুক্ত করে তাকে পদান্বয়ী অব্যয় বলা হয়।

Definition in English:  

”A preposition is a word used to link nouns, pronouns, or phrases to other words within a sentence.”

Use of the term in Sentences:

  • Prepositions act for connecting objects, people, locations, and times of a sentence.
  • At, in, on, to, of, for, and with are some prepositions.
Share it: