"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Physical Distribution in Bengali

Physical Distribution কাকে বলে?

Definition (1):

যেসব কার্যাবলী বাজারজাতকরণ গতিপথের মধ্যে দিয়ে উৎপাদনকারী থেকে গ্রাহকদের পর্যন্ত পণ্যসমূহের চলাচল নিশ্চিত করে তাকে Physical Distribution বা বাস্তব বন্টন বলা হয়।

Definition (2):

বাস্তব বন্টন হলো সেসব কার্যাবলী যা উৎপাদনের প্রান্ত থেকে গ্রাহক পর্যন্ত চূড়ান্ত পণ্যসমূহের দক্ষ চলাচল সম্পর্কে বিবেচনা করে।

Definition (3):

উৎপাদনের প্রান্ত থেকে ভোক্তাদের পর্যন্ত চূড়ান্ত পণ্যসমূহের সরবরাহ সংক্রান্ত কার্যাবলীকে বাস্তব বন্টন বলে।

Definition in English:

“Those activities that involve the movement of products through marketing channels from manufacturer to customer.”

Use of the term in Sentences:

  • Jim oversees the physical distribution of the product.
  • I think you should concentrate on the physical distribution of your product.
Share it: