"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Owners’ Equity in Bengali

Owner’s Equity কাকে বলে?

Definition (1):

Owners’ Equity বা মালিকদের ইক্যুইটি হলো একটি প্রতিষ্ঠানের সম্পদসমূহের বিপরীতে মালিকগণ, অংশীদারগণ, এবং শেয়ার ধারণকারীদের দাবীসমূহ; সব দায়সমূহের ঊর্দ্ধে সম্পদসমূহের আধিক্য।

Definition (2):

একটি একক মালিকানাধীন ব্যবসার ব্যালান্স শীটের প্রধান তিনটি বিভাগের একটি হলো মালিকদের ইক্যুইটি এবং হিসাবরক্ষণ সমীকরণ: সম্পদসমূহ=দায়সমূহ + মালিকদের ইক্যুইটি-এর একটি উপাদান।

Definition (3):

মালিকদের ইক্যুইটিকে একটি কোম্পানির সম্পদসমূহের সর্বমোট মানের একটি অনুপাত হিসেবে সংজ্ঞায়িত করা হয় যা এর মালিকগণ (একক মালিকানাধীন বা অংশীদারত্বের ক্ষেত্রে) এবং শেয়ার ধারণকারীগণ (যদি এটি একটি কর্পোরেশন হয়) দাবী করতে পারে।

Definition in English:

“Claims of owners, partners, and shareholders against the firm’s assets; the excess of assets over all liabilities.”

Use of the term in Sentences:

  • Please try to find out the value of the owners’ equity.
  • Owners’ equity is one of the elements of the accounting equation.
Share it: