"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Order Taker in Bengali

Order Taker কাকে বলে?

Definition (1):

একজন বিক্রেতা যে পুনরাবৃত্ত বিক্রয় প্রক্রিয়াজাত করে এবং গ্রাহকদের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখে তাকে Order Taker বা অর্ডার গ্রহণকারী বলা হয়।

Definition (2):

অর্ডার গ্রহণকারী হলো এমন এক ধরনের বিক্রেতা যে দ্রব্য এবং সামগ্রীর অর্ডারসমূহ সংগ্রহ করে কিন্তু বিদ্যমান বিক্রয় বৃদ্ধি, অর্ডাসমূহের সংখ্যা বৃদ্ধি বা নতুন গ্রাহক খোঁজার কোনো চেষ্টা করে না।

Definition (3):

এক ধরনের বিক্রেতা যে শুধু অর্ডারসমূহ সংগ্রহ করে কিন্তু নতুন গ্রাহক খোঁজার বা বিদ্যমান গ্রাহকদের তাদের অর্ডারসমূহের আকার বা দ্রুততা বৃদ্ধির জন্য রাজী করাতে চেষ্টা করে না তাকে অর্ডার গ্রহণকারী বলে।

Definition in English:

“A salesperson who processes repeat sales and maintains positive relationships with customers.”

Use of the term in Sentences:

  • Richard is very efficient as an order getter.
  • Are you interested to do the job of an order getter?
Share it: