"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Order Getter in Bengali

Order Getter কাকে বলে?

Definition (1):

যে বিক্রয়কারী নতুন গ্রাহকদের সংগ্রহ করে এবং বিক্রয় বৃদ্ধি করে বর্তমান গ্রাহকদের পর্যন্ত নিয়ে আসে তাকে Order Getter বা অর্ডার সংগ্রহকারী বলা হয়।

Definition (2):

অর্ডার সংগ্রহকারী হলো প্রথম সারির বিক্রয়কারী যাদের কাজ হলো একটি সরাসরি ক্রয়ের জন্য গ্রাহকদের রাজী করানো এবং নতুন গ্রাহক সংগ্রহ করা।

Definition (3):

যে ধরনের বিক্রয়কারীরা নতুন গ্রাহকদের কাছ থেকে অর্ডার অর্জন এবং বিদ্যমান গ্রাহকদের কাছ থেকে আরও অর্ডার অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের বিক্রয় রাজস্ব বৃদ্ধি করে তাকে অর্ডার সংগ্রহকারী বলে।

Definition in English:

“A salesperson who recruits new customers and increases sales to current customers.”

Use of the term in Sentences:

  • Aric is very efficient as an order getter.
  • Mark lacks the quality of persuading customers as an order getter.
Share it: