"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Nonstore Retailing in Bengali

Nonstore Retailing কাকে বলে?

Definition (1):

দোকানের বাইরে যে খুচরা বিক্রয় সম্পন্ন হয়; হতে পারে বাড়িতে বিক্রয়, সরাসরি বাজারজাতকরণ, এবং টুকিটাকি জিনিস খুচরা বিক্রির স্বয়ংক্রিয় মেশিন তাকে Nonstore Retailing বা দোকানের বাইরে খুচরা বিক্রয় বলা হয়।

Definition (2):

খুচরা বিক্রয়ের সুবিধার সীমানার বাইরে দ্রব্য এবং সেবাসমূহের বিক্রয়কে দোকানের বাইরে খুচরা বিক্রয় বলে।

Definition (3):

দোকানের বাইরে খুচরা বিক্রয় বলতে ঐতিহাসিক ইট,বালি,সিমেন্টের তৈরী অবস্থানসমূহের বাইরে যে খুচরা বিক্রয় সম্পন্ন হয় তাকে বোঝায়।

Definition in English:

“Retailing that takes place outside of stores; can be in-home selling, direct marketing, and vending machines.”

Use of the term in Sentences:

  • Ann is now engaged in nonstore retailing.
  • Are you thinking of nonstore retailing?

 

Share it: