"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Nonprice Competition in Bengali

Nonprice Competition কাকে বলে?

Definition (1):

যে নীতি পণ্যসমূহ বিক্রয় করার জন্য মূল্য ছাড়া অন্যান্য বিষয়গুলোর যেমন: গুণ, সেবা, বা প্রচারণার ওপর গুরুত্ব আরোপ করে তাকে Nonprice Competition বা অ-মূল্য প্রতিযোগিতা বলা হয়।

Definition (2):

অ-মূল্য প্রতিযোগিতা হলো একটি বাজারজাতকরণ কৌশল যেখানে একটি প্রতিষ্ঠান তার পণ্য বা সেবাকে প্রতিযোগী পণ্যগুলো থেকে নকশা এবং গঠণপ্রণালীর মতো বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে পৃথক করে।

Definition (3):

একটি বাজার পরিস্থিতি যেখানে প্রতিযোগীরা মূল্য যুদ্ধের ভয়ে মূল্য কমাবে না বরং তারা তাদের পণ্যের স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং সুবিধাগুলোকে লক্ষণীয় করার জন্য ব্যাপক প্রচারণার ওপর আলোকপাত করবে তাকে অ-মূল্য প্রতিযোগিতা বলে।

Definition in English:

“A policy of emphasizing aspects other than price, such as quality, service, or promotion, to sell products.”

Use of the term in Sentences:

  • The two rival companies are engaged in severe nonprice competition.
  • I don’t think that nonprice competition is always a suitable strategy to attract potential customers.

 

Share it: