"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Negotiable Instrument in Bengali

Definition (1):

Negotiable Instrument বা সম্প্রদেয় পত্র হলো একটি নির্দিষ্ট অংকের অর্থ প্রদান করার জন্য একটি লিখিত অঙ্গীকার ; এটা একজন ব্যক্তি বা একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অন্য ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানে হস্তান্তরযোগ্য।

Definition (2):

একটি সইকৃত দলিল (যেমন: চেক) যা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একজন নির্দিষ্ট বা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে প্রদানের অঙ্গীকার করে তাকে সম্প্রদেয় পত্র বলে।

Definition (3):

নিঃশর্ত আদেশ বা প্রদানের অঙ্গীকারকে  বলা হয় সম্প্রদেয় পত্র এবং এর অন্তর্ভূক্ত হলো চেক, ড্রাফ্ট, বেয়ারার বন্ড, কিছূ ডিপোসিট সার্টিফিকেট, প্রমিসরি নোট এবং ব্যাংক নোট।

Definition in English:

“A written promise to pay a specified sum of money; it can be transferred from one person or firm to another.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • All business transactions took place using negotiable instruments like checks, drafts and the like.
  • The representatives of the company who came here only accepted cash, no negotiable instruments.

 

Share it: