"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Multinational Corporation in Bengali

Definition (1):

যে ব্যবসা প্রতিষ্ঠান বিদেশে ব্যবসায়িক কার্যক্রমে বা অধীনস্থ কোম্পানিতে সম্পদ সমর্পণ করে বিশ্বব্যাপি কার্যক্রম করে তাকে Multinational Corporation বা বহুজাতিক কর্পোরেশন বলে।

Definition (2):

যে ব্যবসা প্রতিষ্ঠান পণ্য বা সেবাসমূহের উৎপাদন ব্যবস্থার অধিকারী হয় বা নিয়ন্ত্রণ করে এর নিজ দেশ ছাড়া কমপক্ষে একটি অন্য দেশে তাকে বহুজাতিক কর্পোরেশন বলা হয়।

Definition (3):

একটি বহুজাতিক কর্পোরেশনের সুযোগ-সুবিধা এবং অন্যান্য সম্পদ থাকে এর নিজ দেশ ছাড়া কমপক্ষে একটি অন্য দেশে।

Definition in English:

“A firm that operates on a global basis, committing assets to operations or subsidiaries in foreign countries.”-Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Jim has recently joined a multinational corporation.
  • There are growing numbers of multinational corporations in the country. 
Share it: