"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Money in Bengali

Money কাকে বলে?

Definition (1):

দ্রব্যাদি এবং সেবাসমূহের মূল্য রূপে পরিশোধের উপায় হিসেবে যা সাধারণভাবে স্বীকৃত তাকে Money বা অর্থ বলা হয়।

Definition (2):

মুদ্রা এবং ব্যাংক নোটসমূহের রূপে একটি বর্তমান বিনিময়ের মাধ্যমকে অর্থ বলে। মুদ্রাসমূহ এবং ব্যাংক নোটসমূহকে সমষ্টিগতভাবে অর্থ বলে।

Definition (3):

অর্থ হলো কোন দ্রব্য যা একজন ব্যক্তির কাছ থেকে অন্যজনের কাছে দ্রব্যসমূহ এবং সেবাসমূহের হস্তান্তর সংক্রান্ত লেনদেনে ব্যাপকভাবে ব্যবহৃত এবং গৃহীত।

Definition in English:

“Anything commonly accepted as a means of paying for goods and services.”

Use of the term in Sentences:

  • Are you investing all your money in the shares of this company?
  • The company has earned a lot of money from this project.
Share it: