"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Materials Handling in Bengali

Materials Handling কাকে বলে?

Definition (1):

পরিবহণ এবং গুদামজাতকরণের সময় পণ্যসমূহের বাস্তব নিয়ন্ত্রণকে Materials Handling বা উপকরণ নিয়ন্ত্রণ বলা হয়।

Definition (2):

দ্রব্য বা পণ্যসমূহের কম দূরত্বের মধ্যে সংরক্ষণ এলাকায় স্থানান্তরকে উপকরণ নিয়ন্ত্রণ বলে।

Definition (3):

উপকরণ নিয়ন্ত্রণ হলো বিজ্ঞান ও শিল্প এবং উভয়ের আওতার মধ্যে পড়ে উপকরণের যেকোন অব্স্থায় স্থানান্তর, মোড়কজাতকরণ ও সংরক্ষণ করা। এর অন্তর্ভূক্ত হলো উপকরণসমূহের প্রস্তুতি, স্থাপন, অবস্থান নির্দিষ্টকরণ তাদের স্থানান্তর বা সংরক্ষণ সহজতর করার জন্য।

Definition in English:

“The physical handling of products during transportation and warehousing.”

Use of the term in Sentences:

  • This company is applying efficient materials handling
  • Your company is poor in materials handling.
Share it: