"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Malpractice Insurance in Bengali

Malpractice Insurance কাকে বলে?

Definition (1):

Malpractice Insurance বা অসদাচরণ বীমা পেশাদার ব্যক্তিদেরকে (চিকিৎসক, উকিল, প্রভৃতি) তাদের দায়িত্বসমূহের অনুপযুক্ত ব্যবস্থাপনার ফলে হওয়া ক্ষতির কারণে সংঘটিত লোকসান থেকে রক্ষা করে।

Definition (2):

অসদাচরণ বীমা এক ধরনের পেশাদার দায় বীমা যা স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাদারেরা (এবং মাঝে মাঝে অন্য ধরনের পেশাদারেরা, যেমন: একটি সাধারণ অংশীদারীত্বে উকিলরা) ক্রয় করে থাকে।

Definition in English:

“Protects professionals (doctors, lawyers, etc.) from losses due to injury caused by the improper handling of their responsibilities.”

Use of the term in Sentences:

  • Malpractice insurance is a kind of liability insurance for professionals.
  • Doctors, lawyers, and other professionals purchase malpractice insurance.
Share it: