"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Liquidity in Bengali

Liquidity কাকে বলে?

Definition (1):

একটি উপকরণ কতো তাড়াতাড়ি নগদে রূপান্তরিত করা যায় তার পরিমাপকে Liquidity বা তারল্য বলা হয়।

Definition (2):

তারল্য সেই মাত্রাকে বর্ণনা করে যে পর্যন্ত একটি সম্পদ বা শেয়ারকে দ্রুত বাজারে ক্রয় বা বিক্রয় করা যায় সেই মূল্যে যা এর অন্তর্নিহিত মূল্যকে প্রতিফলিত করে।

Definition (3):

একটি কোম্পানির দায়সমূহ পরিশোধের জন্য এর সম্পদসমূহকে নগদে রূপান্তরিত করার ক্ষমতাকে তারল্য বলে।

Definition in English:

“A measure of how quickly an item can be converted to cash.”

Use of the term in Sentences:

  • The company is taking advantage of its current liquidity and spending most of it in the office decoration and brand promotion.
  • If you can ensure liquidity quickly, this asset will be yours.
Share it: