"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Line Authority in Bengali

Definition (1):

Line Authority বা সরাসরি কর্তৃত্ব হলো সিদ্ধান্ত এবং পদক্ষেপ গ্রহণের অক্ষুণ্ণ এবং সরাসরি কর্তৃত্ব।

Definition (2):

তত্ত্বাবধায়ক পদে থাকা কোন ব্যক্তিকে তার অধীনস্থদেরকে দিয়ে কাজ করানোর ক্ষমতা প্রদানকে সরাসরি কর্তৃত্ব বলা হয়।

Definition (3):

একটি প্রতিষ্ঠানে অধীনস্থদের আদেশ প্রদানের দাপ্তরিকভাবে অনুমোদিত ক্ষমতাকে সরাসরি কর্তৃত্ব বলে।

Definition in English:

“Unquestioned, direct authority to make decisions and take action.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • The boss has given the line authority to Jim to do the task.
  • You don’t have the line authority to make the decision.
Share it: