"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Light in Bengali

Light কাকে বলে?

Definition (1):

Light বা আলোক বা দৃশ্যমান আলো হলো তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর অংশের মধ্যে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ যা মানুষের চোখের দ্বারা অনুধাবন করা যায়।

Definition (2):

যে উজ্জ্বলতা সূর্য, আগুন, প্রভৃতি এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে আসে এবং আমাদেরকে জিনিসপত্র দেখতে সাহায্য করে তাকে লাইট বা আলো বলে। একটি যন্ত্র যা আলো সৃষ্টি করে, যেমন একটি প্রদীপ বা একটি বাল্ব তাকেও লাইট বা আলো বলা হয়। আবার ইংরেজীতে, কোনোকিছু জ্বলতে শুরু করা বা জ্বলতে বা জালাতে সাহায্য করাকে লাইট বা জ্বলা বা জালানো বলা হয়। আবার, এমনকিছু যার খুব বেশী ওজন না তাকে লাইট বা হালকা বলা হয়ে থাকে।

Definition in English:

”Light or visible light is electromagnetic radiation within the portion of the electromagnetic spectrum that can be perceived by the human eye.”

Use of the term in Sentences:

  • They have decorated the place with light and flowers to celebrate the occasion.
  • The dress is so light that you can easily carry it.
Share it: