"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Liability in Bengali

Liability কাকে বলে?

Definition (1):

একটি ব্যবসার এর পাওনাদারদের কাছে যে পরিমাণ ঋণ থাকে তাকে Liability বা দায় বলা হয়।

Definition (2):

সাধারণভাবে একটি দায় হলো একটি বাধ্যবাধকতা বা এমন কিছু যার জন্য আপনি কারও কাছে ঋণী। দায়সমূহকে একটি কোম্পানির আইনত আর্থিক দেনাসমূহ বা বাধ্যবাধকতাসমূহ হিসেবে সংজ্ঞায়িত করা হয় যা ব্যবসায়িক কার্যক্রমের সময় উদ্ভূত হয়।

Definition (3):

একজন ব্যক্তি, ব্যবসা, বা প্রতিষ্ঠানের মূল্যবান কোনোকিছু পরিশোধ করা বা ত্যাগ করার দায়িত্বকে দায় বলে।

Definition in English:

“Amounts owed by a business to its creditors.”

Use of the term in Sentences:

  • The company is paying its current liabilities
  • Liabilities include accounts payable, loans, accrued expenses and the like.
Share it: