"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Law in Bengali

Definition (1):

একটি সমাজের সদস্যদের আচরণ নিয়ন্ত্রণের জন্য সেই সমাজের প্রতিষ্ঠিত একটি মানদন্ড বা নিয়ম হলো আইন বা Law.

Definition (2):

একটি সমাজের নিয়মাবলীর একটি ব্যবস্থা যা একটি সমাজ বা সরকার অপরাধ, ব্যবসায়িক চুক্তি, এবং সামাজিক সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য গঠণ করে থাকে।

Definition (3):

জনসাধারণের আচরণ নিয়ন্ত্রণের জন্য সামাজিক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ নিয়মাবলীর যে ব্যবস্থা গঠণ এবং কার্যকর করে থাকে।

Definition in English:

“A standard or rule established by a society to govern the behavior of its members.” -Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • A business has to follow the law of the country in which it is operating.
  • You cannot breach any law of the country as a businessman.
Share it: