"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Job Specification in Bengali

Job specification  কাকে বলে?

Definition (1):

একটি কাজ করার জন্য কর্ম বিশ্লেষণ থেকে নেয়া প্রয়োজনীয় মানব যোগ্যতাসমূহের বিবরণীকে job specification/ কার্য নির্দিষ্টকরণ বলা হয়।

Definition (2):

একটি কাজ যে দায়িত্ব ও কর্তব্যগুলোর সমন্বয়ে গড়ে ওঠে সেগুলোর সন্তোষজনক সম্পাদনের জন্য একজন কর্মচারীর যে বৈশিষ্ট্য এবং যোগ্যতাগুলো থাকা প্রয়োজন তার বিবরণীকে কার্য নির্দিষ্টকরণ বলে।

Definition (3):

কার্য নির্দিষ্টকরণ বলতে একটি প্রতিষ্ঠানে একটি কাজ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং ক্ষমতাগুলোকে বোঝায়।

Definition in English:

“A statement of the human qualifications needed to perform a job; derived from the job analysis.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • A company should have a job specification for every job.
  • The human resource manager is working on the job specifications for the employees.

 

Share it: