"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Isolation in Bengali

Isolation কাকে বলে?

Definition (1):

Isolation বা বিচ্ছিন্নতা হলো একা থাকার অবস্থা,বিশেষত যখন এটি আপনাকে অসন্তুষ্ট করে তোলে। অথবা কোনোকিছু পৃথক এবং অন্যান্য জিনিসের সাথে সংযুক্ত নয় এই বিষয়টিকে বিচ্ছিন্নতা বলা হয়। অথবা অন্যান্য ব্যক্তি,শহর,দেশ ইত্যাদি থেকে বিচ্ছিন্ন হওয়ার অবস্থাটিকে বিচ্ছিন্নতা বলে।

Definition (2):

সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তির অন্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছেদকে আইসোলেশন বা বিচ্ছিন্নতা বলা হয়।

Definition in English:

“the complete separation from others of a person suffering from contagious or infectious disease.”

Use of the term in Sentences:

  • The doctor advised the patient to remain in isolation.·        
  • 50 persons of the country are remaining in isolation now.  

 

Share it: