"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Initiative in Bengali

Initiative কাকে বলে?

Definition (1):

কোনোকিছু স্বাধীনভাবে পরিমাপ এবং আরম্ভ করার ক্ষমতাকে Initiative বা প্রবর্তন বা প্রথম পদক্ষেপ বলা হয়।

Definition (2):

কোনোকিছু অর্জনের জন্য বা একটি সমস্যা সমাধানের জন্য একটি নতুন পরিকল্পনা বা প্রক্রিয়াকে প্রবর্তন বা প্রথম পদক্ষেপ বলে।

Definition (3):

দায়িত্ব নেয়ার ব্যাপারে সবকিছুই হলো প্রবর্তন বা প্রথম পদক্ষেপ। অনেকগুলো পদক্ষেপের ধারাবাহিকতায় প্রথমটিই হলো প্রবর্তন বা প্রথম পদক্ষেপ

Definition in English:

“Initiative is all about taking charge. An initiative is the first in a series of actions.”

Use of the term in Sentences:

  • The manager has taken the initiative to solve this problem.
  • Won’t you take any initiative in this regard?
Share it: