"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Income Tax in Bengali

Income Tax কাকে বলে?

Definition (1):

Income Tax বা আয়কর হলো একটি কর যা সরকারসমূহ একটি ব্যবসা বা একজন ব্যক্তির আয়ের ওপর তাদের অধিক্ষেত্রের অভ্যন্তরে আরোপ করে ।

Definition (2):

আয়কর ব্যক্তি বা সত্তাসমূহের (করদাতাদের) ওপর আরোপিত একটি কর যা তাদের আয় বা লাভসমূহের (করযোগ্য আয়ের) ভিন্নতার ওপর ভিত্তি করে বিভিন্ন হয়। করযোগ্য আয়ের সাথে একটি করের হার গুণ করে আয়কর হিসাব করা হয়।

Definition in English:

” An income tax is a tax that governments impose on income generated by businesses and individuals within their jurisdiction.”

Use of the term in Sentences:

  • It is our duty to pay income tax as citizens of this country.
  • Jim pays income tax regularly
Share it: