"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Hardware in Bengali

Hardware কাকে বলে?

Definition (1):

বাহ্যিক যন্ত্রপাতি যার সমন্বয়ে একটি কম্পিউটার ব্যবস্থা সৃষ্টি হয় তাকে Hardware বলা হয়।

Definition (2):

হার্ডওয়্যার বলতে একটি কম্পিউটারের বাহ্যিক অংশসমূহ এবং সেই সম্পর্কিত যন্ত্রপাতিকে বোঝায়। মাদারবোর্ড, হার্ড ড্রাইভ, এবং র‌্যাম অভ্যন্তরীন হার্ডওয়্যার যন্ত্রপাতির মধ্যে পড়ে। মনিটর, কী-বের্ড, মাউস, প্রিন্টার, এবং স্ক্যানার বাহ্যিক হার্ডওয়্যার যন্ত্রপাতির মধ্যে পড়ে।

Definition (3):

ধাতুনির্মিত ব্যবহার্য দ্রব্যাদি যেমন: ফিটিংস্, ছুরি, কাঁচি, যন্ত্রপাতি, তৈজসপত্র, বা মেশিনের যন্ত্রপাতি প্রভৃতিকেও হার্ডওয়্যার বলে।

Definition in English:

“The physical devices that make up a computer system.”

Use of the term in Sentences:

  • We need to buy some computer hardware for our office PCs.
  • You will get these parts in any hardware shop
Share it: