"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Float in Bengali

Float কাকে বলে?

Definition (1):

অর্থের যে পরিমাণ যা এখনও কোম্পানির চেকিং অ্যাকাউন্ট থেকে উত্তোলন করা হয়নি যদিও চেক লেখা হয়ে গিয়েছে তাকে Float বলা হয়।

Definition (2):

একটি চেক ইস্যু করা এবং এর অর্থের পরিমাণ চেক ইস্যুকারীর অ্যাকাউন্ট থেকে উত্তোলনের মধ্যেকার সময়ের ব্যবধানকে অথবা একটি চেক জমা করা এবং এর অর্থের পরিমাণ চেক জমাকারীর অ্যাকাউন্টে জমা করার মধ্যেকার সময়ের ব্যবধানকে ফ্লোট বলে।

Definition (3):

ইংরেজীতে কোনো কিছু বা কেউ একটি তরলে ফ্লোট করলে বা ভেসে থাকলে সেটা বা সে সেই তরলের ভেতরে আছে বা ওপরে আছে অথবা পৃষ্ঠতলের ঠিক নিচে আছে এবং তরলটির দ্বারা সমর্থিত বোঝায়।

Definition in English:

“The amount of money not yet withdrawn from the company’s checking account even though checks have been written.”

Use of the term in Sentences:

  • The float period can be a bit long in case of a huge amount of money.
  • The boat had a hole in it and did not float properly on water. 
Share it: