"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Fixed Assets in Bengali

Fixed Assets কাকে বলে?

Definition (1):

Fixed Assets বা স্থায়ী সম্পদ হলো একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন দীর্ঘ-মেয়াদী বাস্তব বা নির্দিষ্ট সম্পত্তি বা সাজ-সরঞ্জাম যা প্রতিষ্ঠানটি আয় উৎপাদনের কাজে ব্যবহার করে। স্থায়ী সম্পদসমূহ এক বছরের মধ্যে ব্যবহৃত বা নগদে রূপান্তরিত করার আশা করা হয় না।

Definition (2):

একটি সম্পদ যা ব্যবসার স্বাভাবিক কার্যক্রম চলাকালীন ব্যবহৃত বা বিক্রীত হয়ে যায় না যেমন: ভূমি, দালান, সাজসরঞ্জাম, যন্ত্রপাতি, যানবাহন এবং এধরনের অন্যান্য উপকরণ, তাকে স্থায়ী সম্পদ বলা হয়।

Definition in English:

“A fixed asset is a long-term tangible piece of property or equipment that a firm owns and uses in its operations to generate income.”

Use of the term in Sentences:

  • The company is trying to increase its fixed assets.
  • Are you thinking of investing in fixed assets?
Share it: