"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Equity in Bengali

Equity কাকে বলে?

Definition (1):

Equity বা ইকুইটি সাধারণতঃ যাকে শেয়ারহোল্ডার ইকুইটি বা শেয়াহোল্ডারর্স ইকুইটি বা ভাগীদারদের ইকুইটি বলা হয়, এটা সেই অর্থের পরিমাণ উপস্থাপন করে যা কোম্পানির সব সম্পদ বিক্রয় করা হয়ে গেলে এবং কোম্পানির সব দেনা পরিশোধ করা হয়ে গেলে কোম্পানির ভাগীদারদেরকে ফেরত দিতে হবে।

Definition (2):

ইংরেজী ইকুইটি শব্দের বাংলা অর্থ হলো ন্যায়। এর দ্বারা ভালো বা পক্ষপাতহীন হওয়ার বৈশিষ্ট্য বা গুণকে বোঝায়। কিন্তু ব্যবসার ক্ষেত্রে এর সংজ্ঞা ভিন্ন যা পূর্বের সংজ্ঞায় উল্লেখ করা হয়েছে।

Definition in English:

“Equity is typically referred to as shareholder equity (also known as shareholders' equity) which represents the amount of money that would be returned to a company’s shareholders if all of the assets were liquidated and all of the company's debt was paid off.”

Use of the term in Sentences:

  • You can find the amount of a company’s equity from its balance sheet.
  • If you deduct the total liabilities of a company from its total assets, you will get the amount of its equity.
Share it: