"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Energy in Bengali

Energy কাকে বলে?

Definition (1):

পদার্থবিজ্ঞানে, Energy বা শক্তি হলো পরিমাণগত বৈশিষ্ট্য যা কোনও বস্তুর উপর কাজ সম্পাদন করতে বা উত্তাপের জন্য অবশ্যই স্থানান্তর করতে হবে। শক্তি একটি সংরক্ষিত পরিমাণ; শক্তি সংরক্ষণের ধর্ম বলে যে, শক্তি অন্য রূপে রূপান্তরিত হতে পারে তবে তৈরি বা ধ্বংস হয় না।

Definition (2):

পদার্থবিজ্ঞানে, শক্তি হলো কাজ করার ক্ষমতা। এটি সুপ্ত, গতিশীল, তাপ, বৈদ্যুতিক, রাসায়নিক, পারমাণবিক বা অন্যান্য বিভিন্ন রূপে থাকতে পারে।

Definition in English:

”Energy, in physics, the capacity for doing work. It may exist in potential, kinetic, thermal, electrical, chemical, nuclear, or other various forms.”

Use of the term in Sentences:

  • We should switch off our phones while charging to save energy.
  • In hydroelectric projects, the kinetic energy of water is converted to electricity.
Share it: