"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Economics in Bengali

Economics (অর্থনীতি) কাকে বলে?

Definition:

Economics বা অর্থনীতি হলো একটি বিজ্ঞান যা কিভাবে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে পণ্য ও সেবা উৎপাদন করে তা ব্যবহারের জন্য বন্টন করা হয়, সেটা আলোচনা করে।

Definition in English:

Economics is the science discussing how goods and services are produced using scarce resources, and distributed for consumption.

 

ব্যবসা বুঝতে হলে অর্থনীতি বোঝাটা জরুরী। উপরের সংজ্ঞা তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে। ক) সম্পদ খ) পণ্য ও সেবা এবং গ) সম্পদ ও উৎপন্ন দ্রব্য উভয়ের বন্টন। অর্থনীতি বিভিন্ন পর্যায়ের হতে পারে। যেমন: পারিবারিক অর্থনীতি বা Family Economics, সামাজিক অর্থনীতি বা Social Economics, জাতীয় অর্থনীতি বা National Economics, বিশ্ব অর্থনীতি বা World Economics, প্রভৃতি।

Use of the term in Sentences:

  • If you want to have a good understanding of business, you should study economics because business and economics are inter-dependent.
  • You should have a clear understanding of the national as well as international economics to make a fruitful business decision.
Share it: