"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Dumping in Bengali

Definition (1):

উদ্বৃত্ত পণ্যসমূহ একটি অন্য দেশে নিজ দেশ অপেক্ষা কম মূল্যে বিক্রয় করাকে Dumping বলে।

Definition (2):

ডাম্পিং আন্তর্জাতিক ব্যবসার আওতায় ব্যবহৃত একটি শব্দ। যখন একটি কোম্পানী বা একটি দেশ একটি পণ্য অন্য দেশে রপ্তানী করে এবং আমদানীকারক দেশে পণ্যের মূল্য রপ্তানীকারক দেশের থেকে কম হয়, তখন তাকে ডাম্পিং বলে।

Definition (3):

স্বদেশের বাজার মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্যসমূহ রপ্তানী করাকে ডাম্পিং বলা হয়।

Definition in English:

“Selling surplus products in a foreign country at a lower price than in the country of origin.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Some companies try to follow dumping to make a profit in other countries.
  • Companies should have the knowledge whether dumping is legal in a foreign country where those are trying to apply it.
Share it: