"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Division of Work in Bengali

Division of Work কাকে বলে?

Definition (1):

Division of Work বা কর্ম বিভাজন বা কর্ম বন্টন বলতে দক্ষতা বৃদ্ধির জন্য এক দল কর্মীর মধ্যে কাজের অংশ ভাগ করে দেয়া এবং তাদের দ্বারা কাজটি সম্পন্ন করা বোঝায়। একে Division of Labor বা শ্রম বিভাজন বা শ্রম বন্টনও বলা হয়।এখানে একটি কাজকে বিভিন্ন অংশে বিভক্ত করা হয়, যে অংশগুলোর সমষ্টি হলো সম্পূর্ণ কাজটি।

Definition (2):

কর্ম বিভাজন বা কর্ম বন্টন বা শ্রম বিভাজন বা শ্রম বন্টন হলো একটি ব্যবস্থায় কাজসমূহের পৃথকীকরণ যাতে অংশ গ্রহণকারীরা বিশেষজ্ঞতা অর্জন করতে পারে।

Definition in English:

“The division of work is the course of tasks assigned to, and completed by, a group of workers in order to increase efficiency.”

Use of the term in Sentences:

  • The Division of work can increase efficiency.
  • Mainly, large organizations apply the division of labor.
Share it: