"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Democratic Leadership in Bengali

Definition (1):

এক ধরনের সাধারণ তত্ত্বাবধান যেখানে ব্যবস্থাপক অধীনস্থদের সাথে কাজ-সংক্রান্ত বিষয়ে সলা-পরামর্শ করে তাকে Democratic Leadership বা গণতান্ত্রিক নেতৃত্ব বলে।

Definition (2):

গণতান্ত্রিক নেতৃত্ব হলো নেতৃত্বের একটি ধরন যেখানে দলের সদস্যরা সিদ্ধান্ত-গ্রহণ প্রক্রিয়ায় আরও বেশী অংশগ্রহণমূলক ভূমিকা পালন করে।

Definition (3):

গণতান্ত্রিক নেতৃত্ব একজন নেতা দ্বারা পরিচালিত হয় যেখানে প্রত্যেক ব্যক্তি কি করতে হবে এবং কিভাবে করতে হবে তা অনুধাবনের জন্য সিদ্ধান্ত-গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।

Definition in English:

“A type of general supervision in which the manager consults with subordinates about job-related issues.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Some managers don’t prefer democratic leadership because they don’t like the interference of other members in the decision-making process.
  • Democratic leadership is liked by most of the people because of its participative decision-making.

 

Share it: