"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Demand Deposits in Bengali

Demand Deposits কাকে বলে?

Definition (1):

যে ব্যাংক হিসাবগুলোর বিপরীতে একজন হিসাবধারী চেক লিখতে পারে এবং পূর্ব ঘোষণা ছাড়া অবিলম্বে টাকা উঠাতে পারে তাকে Demand Deposits বলা হয়।

Definition (2):

ডিমান্ড ডিপোজিটস্ হলো জমাকৃত টাকাসমূহ যা পূর্ব ঘোষণা ছাড়া উঠানো যায় যেমন: চলতি হিসাবসমূহে।

Definition (3):

একটি ডিমান্ড ডিপোজিটে একটি হিসাবে থাকা তহবিল থাকে যেখান থেকে জমাকৃত তহবিল জমাকারী প্রতিষ্ঠান থেকে যেকোন সময় উঠানো যায়, যেমন: চেক বা সঞ্চয়ী হিসাব যেখানে একটি টেলার, এটিএম বা অনলাইন ব্যাংকিয়ের মাধ্যমে প্রবেশ করা যায়।

Definition in English:

“Bank accounts against which an account holder can write checks, withdrawing money immediately and without prior notice.”

Use of the term in Sentences:

  • You can pay your daily expenses from the demand deposits.
  • Jim saved his money in the demand deposits.
Share it: