"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Deforestation in Bengali

Deforestation কাকে বলে?

Definition (1):

মানুষের দ্বারা বন উজাড় করা বা পাতলা করাকে Deforestation বা অরণ্য বিনাশ বা বন নিধন বলা হয়। অরণ্য বিনাশ বৈশ্বিক জমি ব্যবহারের ফলে বৃহত্তম সমস্যাগুলোর মধ্যে অন্যতম।ঐতিহ্যগতভাবে অরণ্য বিনাশের পরিসংখ্যানসমূহ বনাঞ্চলের সেসব এলাকার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে যেখানে গাছগুলো মানুষের ব্যবহারের জন্য অর্থাৎ কাঠের পণ্যসমূহের জন্য, শষ্যক্ষেত্র, এবং চারণভূমির জন্য কাটা হয়েছে।

Definition (2):

অরণ্য বিনাশ হলো বনভূমির পাশাপাশি অন্য কিছুর স্থান করার জন্য চিরস্থায়ীভাবে গাছ কেটে ফেলা। কৃষিকাজ বা চারণভূমির জন্য, বা গাছের কাঠ জ্বালানী, নির্মাণকাজ বা উৎপাদনকাজে ব্যবহারের জন্য বন উজাড় করে ফেলা এর অন্তর্ভূক্ত হতে পারে।

Definition in English:

”Deforestation is the permanent removal of trees to make room for something besides forest.”

Use of the term in Sentences:

  • Deforestation is one of the main reasons for global warming.
  • We should stop unplanned deforestation to keep the environment of this earth suitable for our living.
Share it: