"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Data Processing in Bengali

Data Processing কাকে বলে?

Definition (1):

যান্ত্রিকভাবে স্বাভাবিক বা অপরিমার্জিত তথ্যকে কোনো বিশেষ ধরনের তথ্যে পরিণত করাকে Data Processing বা তথ্য প্রক্রিয়াকরণ বলা হয়।

Definition (2):

তথ্য প্রক্রিয়াকরণ সংঘটিত হয় যখন তথ্য সংগৃহীত এবং ব্যবহারযোগ্য তথ্যে অনুবাদ করা হয়। সাধারণতঃ একজন তথ্য বৈজ্ঞানিক বা তথ্য বৈজ্ঞানিকের একটি দল তথ্য প্রক্রিয়াকরণ করে থাকে। শুদ্ধভাবে তথ্য প্রক্রিয়াকরণ করাটা খুবই গুরুত্বপূর্ণ যাতে চূড়ান্ত পণ্য বা চূড়ান্ত তথ্যের উপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।

Definition in English:

“Mechanically transferring raw data into some specific form of information.”

Use of the term in Sentences:

  • Data processing is started with the raw form of data.
  • Data processing should be done correctly.
Share it: